Alexa

তিউনিসিয়ায় নৌকা ডুবিতে বাংলাদেশিদের মৃত্যুতে এরশাদের শোক

তিউনিসিয়ায় নৌকা ডুবিতে বাংলাদেশিদের মৃত্যুতে এরশাদের শোক

জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ইতালির উদ্দেশে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বোঝাই নৌকা ডুবিতে বাংলাদেশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (১২ মে) এক শোক বার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

শোক বার্তায় এরশাদ বলেন, 'উন্নত জীবনের আশায় বাংলাদেশিদের এমন করুন মৃত্যু মেনে নেয়া যায় না। দুঃখজনক এমন মৃত্যু যেন আর কোন বাংলাদেশির জীবনে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে।'

অনুরূপ শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি ও বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

আপনার মতামত লিখুন :