Alexa

কারামুক্তি দিবসে শেখ হাসিনাকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা

কারামুক্তি দিবসে শেখ হাসিনাকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা

দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনাকে, ছবি: ফোকাস বাংলা

আজ ১১ জুন। দিবসটিকে শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। 

দলীয় সভাপতির কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন দলের নেতা-কর্মীরা। 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/11/1560258918773.jpg

মঙ্গলবার (১১ জুন) দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নেতা-কর্মীরা শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, সেনাসমর্থিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে রাখা হয় তাকে। এক পর্যায়ে কারাগারে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, গণদাবির প্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্তি দেন। তিনি দীর্ঘ ১১ মাস কারাগারে ছিলেন তিনি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/11/1560258993486.jpg

মুক্তি পেয়েই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান শেখ হাসিনা। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে।

আপনার মতামত লিখুন :

রাজনীতি এর আরও খবর