Barta24

বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

English

২২ ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল

২২ ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল
রাশিফল, ছবি: বার্তা২৪
জ্যোতিষী রুবাই


  • Font increase
  • Font Decrease

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অলসতাবোধ ও মানসিক অবসাদে। কর্মে শুভ। ব্যবসায়ে মিশ্রযোগ। প্রেমে আশানুরূপ নয়।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
মন শান্তি। কর্মক্ষেত্রে শুভ। ব্যবসায়ে প্রশংসিত। সহকর্মীদের থেকে সহায়তা। সামাজিক সম্মান। প্রেমযোগ মিশ্র।

মিথুন: (২২মে – ২১ জুন)
সামাজিক কাজগুলো ফলপ্রসূ। আত্মীয় থেকে লাভবান। বিবাহের সক্রিয়ভাব। কর্মে শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ব্যবসায়ে শত্রু দ্বারা ক্ষয়ক্ষতির সম্ভবনা। পরিবারে মনোমালিন্য হতে পারে। দাম্পত্য প্রেমে সমস্যা।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
স্বাস্থ্য শুভ। পরিবারের সঙ্গে সময় কাটবে। উপহার প্রাপ্তি। প্রিয়জনদের সঙ্গে দেখা হতে পারে। প্রেমযোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি। অপ্রিয় কথা বলায় সমস্যা। আর্থিক লাভের সম্ভাবনা। স্বাস্থ্য সম্পর্কে অবনতি।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রিয়জনদের সঙ্গে দেখা হতে পারে। ব্যবসায় অলসতা। কর্মে উপকৃত। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্ম সমস্যায় মন অখুশি। শারীরিকভাবে সুস্থ থাকবেন। বিভ্রান্তি ও নেতিবাচক চিন্তা আজ ভোগাবে। প্রেম নিয়ে মানসিক চাপ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
মানসিক সুস্থতার অবনতি। প্রেম নিয়ে মানসিক অস্থিরতা। বিরক্তবোধ। পেটের সমস্যায় ভোগান্তি। অপ্রত্যাশিত ব্যয়।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
বাসার পরিবেশ শান্তিপূর্ণ ও আনন্দময়। হঠাৎ আপনার মধ্যে কৃপণতা দেখা দিতে পারে। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
মানসিকভাবে চনমনে থাকবেন। বন্ধু, পরিবারের সঙ্গে যথেষ্ট সুসময়। সামাজিক কাজে সাফল্য। প্রেমযোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
গোপন শত্রুদ্বারা সমস্যা। ব্যবসায়ে বেশকিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করবে। প্রেমযোগ শুভ। কর্মে শুভ।

আপনার মতামত লিখুন :

বুধবারের রাশিফল, তারিখ- ২১/০৮/২০১৯

বুধবারের রাশিফল, তারিখ- ২১/০৮/২০১৯
ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

তারিখ- ২১/০৮/২০১৯

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
শারীরিক অবনতি হতে পারে। ব্যবসায়ে সতর্কতা প্রয়োজন। কর্মে উন্নতির যোগ আছে। পথে শুভ। প্রেমে উষ্ণতা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
তাড়াহুড়ো সিদ্ধান্ত সমস্যায় ফেলতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। কর্মযোগে সহকর্মীর মতে সম্মত নাও হতে পারেন।

মিথুন: (২২মে – ২১ জুন)
দিনটিতে সারপ্রাইজ পেতে পারেন। আর্থিক যোগ শুভ। প্রেমে সফলতা পাবার যোগ আছে। কর্মে শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
বন্ধুরা সহায়ক হবে। দাম্পত্য জীবনে মতপার্থক্যের দরুন ছোটখাটো সমস্যা ঘরের শান্তি বিঘ্নিত করতে পারে। ব্যবসায়ে শুভ।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
সঙ্গী বিচলিত হতে পারে। তার প্রতি মনোযোগহীন হতে পারেন। দিনটি উত্তেজনাপূর্ণ হতে পারে। ব্যবসায়ে মিশ্র যোগ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
পেশাগত ক্ষেত্রে কাউকে অস্বীকার করতে পারেন। প্রেম যোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। মনোকষ্ট।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আগে যাননি এমন জায়গায় ভ্রমণ করতে পারেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ আছে। পথে শুভ। পরিবার নিয়ে চিন্তা।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পেশাদারিত্বে লক্ষ্য পূরণে সক্ষম। প্রেমের জন্য দিনটি শুভ। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায়ে শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কাজ ক্লান্তিকর এবং চাপপূর্ণ মনে হতে পারে। পরিবারে খুশির মেজাজ বজায় থাকবে। প্রেম যোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কোনো বিষয় স্পষ্টভাবে উপলব্ধি করতে পারেন। দাম্পত্যে শুভ। কর্মে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত হতে পারেন। প্রেমযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। কর্মে উন্নতি। ব্যবসায়ে শুভ। আর্থিক যোগ মিশ্র।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আমোদপ্রমোদে এবং বিলাসিতায় ব্যয় বাড়বে। কর্মস্থানে ধকল বাড়বে। কথাবার্তা নিয়ন্ত্রণহীন হতে পারে। ব্যবসায়ে শুভ।

মঙ্গলবারের রাশিফল, তারিখ- ২০/০৮/২০১৯

মঙ্গলবারের রাশিফল, তারিখ- ২০/০৮/২০১৯
ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মে সহকর্মী দ্বারা অসন্তুষ্ট হতে পারেন। ঊর্ধ্বতনের ব্যক্তি কোনা বিষয়ে পরামর্শ দিতে পারেন। প্রেম যোগ মিশ্র। পথে শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আয়ের উত্থান খরচের তত্ত্বাবধান করবে। কর্মে সহকর্মীরা প্রশংসা করতে পারে। প্রেম নিয়ে সমস্যা থাকবে।

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মযোগে ভাষার আদানপ্রদানই শক্তি হিসেবে কাজ করবে। মনের মানুষের সঙ্গে সময় ব্যয় করতে পারেন। প্রেম শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
দুশ্চিন্তাগুলি আপনার খুশিকে নষ্ট করতে পারে। কর্মযোগে ধ্বংসাত্মক মনোভাব। ব্যবসায়ে মনমালিন্য। প্রেম শুভ।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
ছোটছোট ভুলকে সহজ ভাবে নাও দেখতে পারেন। ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। আর্থিক যোগ শুভ। প্রেম যোগ মিশ্র।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হবে। সম্পত্তি নিয়ে সমস্যা সমাধান হতে পারে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পরিবারের সদস্যরা আপনার প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করবে। শারীরিক সুস্থতা ফিরে আসতে পারে। প্রেম সমস্যা ইতি হবে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। যাত্রা যোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায়ে আয় মধ্যম।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মে উৎসাহব্যঞ্জক। পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের উৎস সৃষ্টি হবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেমযোগে ভুল বোঝাবুঝি। কর্মে নতুন পদ বা স্বীকৃতি পেতে পারেন। আর্থিক যোগ মিশ্র। ব্যবসায়ে উন্নতি।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মযোগে কর্মশক্তি সঞ্চয়ে সাহায্য করবে। ব্যবসায়ে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। প্রেম শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্মে সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস সমস্যায় ফেলতে পারে। প্রেম শুভ। ব্যবসায়ে উন্নতির যোগ আছে। আর্থিক দিক শুভ।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র