Alexa

আজ শুক্রবারের রাশিফল, তারিখ- ১৫/০৩/২০১৯

আজ শুক্রবারের রাশিফল, তারিখ- ১৫/০৩/২০১৯

ছবি: বার্তা২৪.কম

মেষ: (২১ মার্চ–২০ এপ্রিল) 

প্রিয়জনের সঙ্গে থাকায় মানসিক শান্তি। আত্মীয়ের সঙ্গে বিবাদ। চাকুরীর স্থানে সুনাম। প্রেমযোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল–২১ মে)

গোপন শত্রুর কারণে প্রেমে ক্ষতি। পরিবারে ব্যক্তির সঙ্গে বিবাদ। প্রতিযোগিতায় জয় লাভ।

মিথুন: (২২মে–২১ জুন)

মায়ের শরীর নিয়ে চিন্তা। ব্যবসার কোনো ক্ষতি। শরীরে কোনো অঙ্গে যন্ত্রণা। প্রেমে মনকষ্ট।

কর্কট: (২২ জুন–২২ জুলাই)

আত্মীয়র আগমন। শত্রুতার কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় উন্নতির সুযোগ। প্রেমযোগ শুভ।

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট) 

আত্মীয়ের সঙ্গে কোনো কারণে বিবাদ। মায়ের শরীর নিয়ে চিন্তা। কর্মে উৎসাহ। প্রেমযোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) 

ছোট কারণে অপমানিত হতে পারেন। প্রেমে চিন্তা বৃদ্ধি। ব্যয় বাড়তে পারে। গঠন মূলক কাজের জন্য উন্নতি।

তুলা: (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)

ভাল কাজে পরিচিত লোকের দ্বারা বাধা পাবেন। বাইরের লোকের জন্য বাসায় বিবাদ। নতুন কোনো ব্যবসা যুক্ত হতে পারেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর–২২ নভেম্বর)

বন্ধুর সহযোহিতায় প্রেমে উন্নত। বাসায় বাড়তি কোনো ব্যয়। পিতার সঙ্গে বাদানুবাদ।

ধনু: (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)

আত্মীয় থেকে শত্রুতা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় শুভ ফল। সামাজিক সম্মান লাভ। চিকিৎসায় ব্যয়।

মকর: (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) 

আর্থিক বিষয় নিয়ে তর্ক হতে পারে। শিল্পীদের জন্য দিনটি খুব ভাল। কর্মে স্থান পরিবর্তন। প্রেমে বাধা।

কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) 

কোনো কারণে মনে আনন্দ ভঙ্গ হতে পারে। বাড়তি কোনো খরচের জন্য চিন্তা। প্রেমযোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

অতিরিক্ত কাজের চাপের জন্য রাগ বাড়তে পারে। গবেষণায় প্রতিভার প্রকাশ। প্রেমযোগ শুভ। ব্যবসার যোগ মধ্যম।

আপনার মতামত লিখুন :