Barta24

শনিবার, ২০ জুলাই ২০১৯, ৫ শ্রাবণ ১৪২৬

English Version

বৃষের মেজাজ ফুরফুরে, তুলার কর্মক্ষেত্রে সফলতা

বৃষের মেজাজ ফুরফুরে, তুলার কর্মক্ষেত্রে সফলতা
ছবি: বার্তা২৪.কম
জ্যোতিষী রুবাই


  • Font increase
  • Font Decrease

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

হতাশা ও একঘেয়েমি কাটবে। মানসিক আনন্দবোধ করবেন। প্রেম নিয়ে মানসিক চঞ্চলতা। যাত্রাযোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

আনন্দমুখর পরিবেশ। মেজাজ ফুরফুরে। আর্থিক ব্যয় করে মনে আনন্দ। প্রেমযোগ মিশ্র।

মিথুন: (২২মে – ২১ জুন)

হাতে অতিরিক্ত অর্থ থাকবে। বাড়তি ব্যয়। বেহিসাবি খরচ করেও মনে উৎফুল্লতা। প্রেম যোগ মিশ্র।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

কর্কট রাশির জাতকরা সমস্যা থেকে সাময়িক মুক্তি পাবেন। প্রেম শুভ। অন্যান্য সম্পর্কগুলি দৃঢ় হবে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)

জীবনের মূলে থাকবে ধার্মিক ভাব। সাংস্কৃতিক আলোচনা আনন্দ দেবে। নতুন প্রেমের সম্ভাবনা আছে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

প্রেম শুভ। দিনটি শান্তিপূর্ণভাবে কাটবে। ব্যয় বাড়লেও সময়টায় অর্থসংকট তৈরি হবে না। যাত্রাযোগ ভোগান্তি।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

কর্মক্ষেত্রে সফলতা। ধর্মীয় কারণে মানসিক শান্তি লাভ। ভ্রমণের সম্ভাবনা। আর্থিকযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

বৃশ্চিক রাশির জাতকরা কর্মক্ষেত্র এবং ব্যবসায়ে সাফল্য পাবেন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

প্রেমের সম্পর্কটিকে উপভোগ করবেন। ব্যবসা এবং আর্থিক লাভের যোগ বিদ্যমান। যাত্রা যোগ শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সময়টায় স্থগিত রাখুন। প্রেম শুভ। যাত্রাযোগে ভোগান্তি। মানসিক আনন্দ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আর্থিক বিষয় শুভ। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময়টি আনন্দময় করে তুলবে। প্রেম যোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

মানসিক অস্থিরতা। সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে। প্রেমযোগ শুভ। পরিবারে আনন্দের বাতাবরণ।

আপনার মতামত লিখুন :

বৃষের বিপদ, মীনের কর্মে শুভ

বৃষের বিপদ, মীনের কর্মে শুভ
ছবি: সংগৃহীত

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মযোগে ও ব্যবসায় ছোট ছোট সমস্যা বজায় থাকবে। পরিবার এবং কর্মক্ষেত্র সমানভাবে বজায় রাখতে গিয়ে সমস্যা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বিপদের আশঙ্কা। ব্যবসায়ে অর্থলাভ। পরিবারে আনন্দ এবং আত্মীয় সমাগম। প্রেমে মানসিক যন্ত্রণা।

মিথুন: (২২মে – ২১ জুন)
দিনটিতে পরিবেশ প্রতিকূল হতে পারে। পারিবারিক আলাপে মতামত গ্রহণ। পিতার সঙ্গে বচসা। প্রেমে সমস্যা।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আর্থিক এবং ব্যবসায়ীক চিন্তা আপনাকে অশান্ত রাখবে। পারিবারিক ক্ষেত্রে মানসিক শান্তি পাওয়া কঠিন হবে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
সরাসরি নয়, পরোক্ষভাবে কোনো সমস্যা আপনাকে বিচলিত করতে পারে। কর্মক্ষেত্র নিয়ে পারিবারিক সমস্যা।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
ধৈর্যচ্যুতি কাজের পথে বাধা হয়ে দাঁড়াবে। পরিস্থিতি আপনার সপক্ষে নাও থাকতে পারে। সিদ্ধান্তে শুভ ফল।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পারিবারিক সম্পত্তি নিয়ে সমস্যা। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা। শত্রুপক্ষকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মানসিক যন্ত্রণা পেতে পারেন। বেশ কয়েকটি বাধার ভেতরে বিশেষ কোনো সংবাদে আশার আলো দেখা দেবে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
উপস্থিত বুদ্ধি দ্বারা সহজেই নিজের কাজটি সেরে ফেলতে পারবেন। যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। দিনটি শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আর্থিক ক্ষতি। আগাম টাকা দিয়ে সমস্যায় পড়তে পারেন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেম শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মক্ষেত্রে জটিল সমস্যার সমাধান। নিজ গুণে পারিবারিক পরিবেশকে সপক্ষে আনতে পারবেন। দাম্পত্য শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দিনের শেষভাগে পরিবেশ অনুকূল। আধ্যাত্মিক ভাব বজায় থাকবে। ধার্মিক কাজে মননিবেশ। কর্মে শুভ।

মেষের পারিবারিক সমস্যা, বৃশ্চিকের দাম্পত্যে মনোমালিন্য

মেষের পারিবারিক সমস্যা, বৃশ্চিকের দাম্পত্যে মনোমালিন্য
রাশিফল, ছবি: বার্তা২৪.কম

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
পারিবারিক সমস্যা। কর্মে সফলতা। প্রেমযোগে বাধা। বাস্তব অবস্থা মেনে নিতে নাও চাইতে পারেন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
হাতের কাজ আজ শেষ নাও হতে পারে। জমিবাড়ি কাজে সমস্যা। কর্মক্ষেত্রে নতুন বার্তা বয়ে আসতে পারে।

মিথুন: (২২ মে – ২১ জুন)
কর্মযোগে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় শুভ। প্রেম শুভ। সামাজিক যোগাযোগ বৃদ্ধি।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
যেচে নেওয়া সমস্যা থেকে বের হওয়ার পথ নাও পেতে পারেন। কর্মে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
কর্মযোগে বাধা থাকলেও ভাগ্যে সফলতা দেবে। আত্মীয়র উপস্থিতি পারিবারিক সমস্যা জটিল হয়ে উঠতে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আলোচনার মাধ্যমেই সমাধানের সূত্র বের হবে। নিকট আত্মীয় দ্বারা চক্রান্তের শিকার হতে পারেন। কর্মে শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কর্মযোগে অর্থনৈতিক লাভের সম্ভাবনা। হাঁপানির সমস্যা কষ্ট দিতে পারে। প্রেমযোগ শুভ নয়। ব্যবসায়ে মিশ্রযোগ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মযোগে সমস্যার মুখোমুখি হতে পারেন। দাম্পত্যে মনোমালিন্য। শিক্ষাযোগে শুভ সূচনা। ব্যবসায়ে শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসায়ে মতবিরোধ। ক্রোধ নিয়ন্ত্রহীন। দিনটিতে চাওয়া-পাওয়ায় সামঞ্জস্যতা নাও থাকতে পারে। প্রেম শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। নিকট আত্মীয় দ্বারা অসম্মানিত হতে পারেন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
পুরনো বন্ধুর সাথে সাক্ষাত। ব্যবসায়ে আর্থিক লাভের যোগ। অবসাদ বা একাকিত্ব সমস্যায় ফেলতে পারে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
তোষামোদ করে আপনাকে খুশি করতে পারে। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। উপহার লাভ।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র