কবি হেলাল হাফিজ হাসপাতালে

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কবি হেলাল হাফিজ/ছবি: সংগৃহীত

কবি হেলাল হাফিজ/ছবি: সংগৃহীত

প্রেম ও বিরহের কবি হেলাল হাফিজকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্দি-জ্বর, চোখ ও কানের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি ।

গত এক সপ্তাহ ধরে খেতে পারছিলেন না। তবে হাসপাতালে ভর্তি হতে অনীহা প্রকাশ করে আসছিলেন।

বিজ্ঞাপন

অবস্থার অবনতি ঘটলে বুধবার (২২ মে) ভোর রাত ১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সিনিয়র সাংবাদিকদের উদ্যোগে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়। তিনি কেবিনে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে পরীক্ষা-নিরীক্ষা করে তার রোগ নির্ণয় প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

কবি হেলাল হাফিজের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’। ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র 'এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়' তার সাড়া জাগানো কবিতার পঙক্তি ।

কবি বিগত কয়েক বছর ধরে তোপখানা রোডের একটি হোটেলে বসবাস করে আসছেন। কবি হেলাল হাফিজের সুস্থতার জন্যে সহকর্মী ও শুভাকাঙ্খীদের দোয়া চাওয়া হয়েছে কবির স্বজনদের পক্ষ থেকে ।