Alexa

যমজ সন্তানের মা হলেন লিসা

যমজ সন্তানের মা হলেন লিসা

দুই মেয়ের সঙ্গে লিসা রে

ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী লিসা রে।

যমজ সন্তানের মা হয়েছেন।

তাও আবার সারোগেসি (গর্ভভাড়া করে) পদ্ধতিতে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/17/1537175796797.jpg

সোমবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দুই মেয়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে মা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন লিসা রে।

দুই সন্তানকে পাওয়া অনুভূতি প্রকাশ করে লিসা লিখেছেন-

‘জ্যাসন (লিসার স্বামী) এবং আমি আমাদের সারোগেসির অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। ফলে সারোগেসি নিয়ে মানুষের মন থেকে দ্বিধা কেটে যাবো। আরও খোলাখুলি কথা বলা হবে বিষয়টি নিয়ে। এই পদ্ধতিটি সহজ নয় তবে কিছু অর্জন করা যায়। আমি কখনও ভাবিনি এটি সম্ভব হবে কিন্তু সুফি ও সোলেইল আমাদের পূর্ণ করে দিয়েছে। মাতৃত্বের স্বাদ পাওয়ার সুযোগ করে দিয়েছে ওরা আমাকে। এই সময়টিতে যারা আমার পাশে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ।’
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/17/1537175816191.jpg

লিসা আরও বলেছেন-

প্রচুর পরিমাণে ক্যানসারের ওষুধ সেবন করায় তিনি সন্তান জন্ম দিতে পারতেন না। তাই অনেক চিন্তা-ভাবনা করে সারোগেসির সিদ্ধান্ত নেন। ভারতে সারোগেসি নিষিদ্ধ হওয়ার এক সপ্তাহ আগে সারোগোট মায়ের সঙ্গে পাকা চুক্তি করেন লিসা-জ্যাসন দম্পতি। এখন দুই মেয়ের জন্মের পর যতো তাড়াতাড়ি সম্ভব মুম্বাই ফিরবেন তারা।

সদ্যজাত দুই মেয়ের নাম সুফি ও সোলেইল রেখেছেন লিসা।

নুসরাত ফাতেহ আলি খানের ‘আফরিন’র মিউজিক ভিডিওতে অংশ নিয়ে প্রথম খ্যাতি অর্জন করেন লিসা রে।

বাঙালি বাবার সন্তান লিসা অভিনয় করেছেন ‘কসুর’ ও ‘ওয়েটার’ ছবিতেও।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/17/1537175833541.jpg

২০০৯ সালে ক্যানসারে আক্রান্ত হন জনপ্রিয় এই মডেল।

এক বছর চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিলেন।

কিন্তু ২০১২ সালে লিসার বিয়ের পর আবার ক্যানসার ধরা পড়ে তার। তবে এখন সুস্থ।

আপনার মতামত লিখুন :