Alexa

আমিরের ভয়

আমিরের ভয়

আমির খান

বলিউড সুপারস্টার আমির খান।

অভিনয় করেছেন ‘কায়ামাত সে কায়ামাত তাক’, ‘পিকে’ ও ‘থ্রি ইডিয়েটস’র মতো ব্লকবাস্টার ছবিগুলোতে।

বছরে মাত্র একটি ছবিতে অভিনয় করতে দেখা যায় জনপ্রিয় এই অভিনেতাকে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/17/1537185741217.jpg

এতো বেছে বেছে ছবিতে কাজ করার কারণে মিস্টার পারফেকশনিস্ট তকমা দেওয়া হয়েছে আমিরকে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অংশ নেন ‘পিকে’খ্যাত এই তারকা।

সেখানে আমিরকে প্রশ্ন করা হয় তিনি রাজনীতিতে যোগ দেবেন কিনা।

জবাবে আমির বলেছেন-

“আমি কখনও রাজনীতিবিদ হতে চাই না। এটি নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি রাজনীতি খুব ভয় পাই। কে না ভয় পায়? আমি সৃজনশীল ব্যক্তি তাই যতোটা সম্ভব এর থেকে নিজেকে দূরে রাখি। আমি মানুষকে বিনোদন দিতে চাই। আমার মতে, একজন রাজনীতিবিদের চেয়ে সৃজনশীল ব্যক্তি হিসেবে আরও বেশি কিছু করতে সক্ষম হবো।”
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/17/1537185766149.jpg

আমির এখন ব্যস্ত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজ নিয়ে।

ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।

পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য।

‘ধুম’ সিরিজের ছবিগুলোও পরিচালনা করেছেন বিজয়।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/17/1537185724664.jpg

ছবিটিতে আমিরের সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

সোমবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম পোস্টার।

আগামী ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘থাগস অব হিন্দুস্তান’।

আপনার মতামত লিখুন :