Alexa

এখনও আটক হয়নি ‘সেই হেলমেটধারী যুবক’: ডিবি

এখনও আটক হয়নি ‘সেই হেলমেটধারী যুবক’: ডিবি

ছবি: সংগৃহীত

নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় কালো শার্ট গায়ে হেলমেট পড়া পুলিশের গাড়ির ওপর উঠে লাফ দেওয়া সেই যুবক এখনও আটক হয়নি বলে জানিয়েছে ডিবি।

সোমবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব  বিভাগের উপ-কমিশনার (ডিসি) খন্দকার নুরুন্নবী বার্তা২৪.কমকে যুবকের আটক না হওয়ার বিষয়টি জানান।

খন্দকার নুরুন্নবী বলেন, আমরা অভিযান চালিয়েছি। এখনও ঐ যুবককে আটক করতে পারিনি। তবে আমরা অভিযানের শেষ প্রান্তে। আশা করি আগামি ২৪ ঘণ্টার মধ্যে যুবককে আটক করতে পারবো। আটক করার পরে আমরা গণমাধ্যমকে বিষয়টি জানাবো।

এর আগে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া এক যুবককে আটক করে পুলিশ। পরে পুলিশ জানায়, আগুন দেওয়া যুবকের নাম শাহ জালাল খন্দকার। তিনি পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

প্রসঙ্গত, পুলিশের ওপর হামলা ও দুটি গাড়িতে আগুনে পড়ানোর ঘটনায় পল্টন থানায় মোট ৪৮৮ জনকে আসামি করে ৩টি মামলা দায়ের করে পুলিশ।

 

আপনার মতামত লিখুন :