জমতে শুরু করেছে রাজধানীর সব পশুর হাট

জমে উঠতে রাজধানীর পশুর হাটগুলো, ছবি: সুমন শেখ
ইদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। তাই সময় যত ঘনিয়ে আসছে, রাজধানীর পশুর হাটগুলো ততই জমে উঠতে শুরু করেছে। ক্রেতারও হাটে ভিড় জমানো শুরু করেছেন। তবে গুরু বিক্রি এখনো পুরোপুরি শুরু হয়নি।
বুধবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন পশুরহাট ঘুরে এমন চিত্র দেখা যায়। বার্তাটোয়েন্টিফোর.কম-এর পাঠকদের জন্য হাটের কিছু দৃশ্য তুলে ধরা হলো।

দেশি বিদেশি সব জাতের গরুর দেখা মিলে আফতাব নগর গরুর হাটে। যেদিকে চোখ যায় শুধু গরু আর গরু।
তবে এখনো অনেক জায়গা খালি পড়ে আছে এ গরুর হাটে।
দূর দূরান্ত থেকে ট্রাকে করে নিয়ে আসা অনেক গরু অসুস্থ হয়ে পড়ছে। এমনটি দেখা মেলে রাজধানীর আফতাব নগর
গরুর হাটে।
কোরবানির উদ্দেশ্যে রাজধানীতে আসা গরুগুলোর খাবারের যোগান দিতে অনেকে আবার বিক্রির উদ্দেশ্যে
খড় কুটো নিয়ে বসেছেন রাস্তার পাশে।