ক্ষুদে শিক্ষার্থীদের ভোট

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ভোট দিচ্ছে শিশু ভোটার, ছবি: বার্তা২৪

ভোট দিচ্ছে শিশু ভোটার, ছবি: বার্তা২৪

সারাদেশে যখন উপজেলা পরিষদ নির্বাচনের ঢেউ, নেতা নির্বাচন করতে কর্মী-সমর্থকরা মরিয়া হয়ে মাঠে নেমেছেন। ঠিক তখনই সারা দেশের ন্যায় নড়াইলেও অনুষ্ঠিত হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/20/1550660557337.jpg

বিজ্ঞাপন

যেখানে বিদ্যালয়ে শিক্ষার্থীরাই প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসার। লাইনে দাঁড়িয়ে ভোট গ্রহনের সকল প্রক্রিয়া শেষ করে ভোট দিচ্ছে পছন্দের প্রার্থীকে।

এভাবেই বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্তু শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। নিজ নিজ বিদ্যালয়ে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে নির্বাচিত করে নেয় তাদের নেতাদের। জেলার তিনটি উপজেলার ৪৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/20/1550660680369.jpg

শিক্ষার্থী আবিদা সুলতানা বলে, ‘আমি আমার মতো করে যাকে মনে করেছি ভাল কাজ করবে আমাদের সকলের জন্য তাকে ভোট দিছি।’

রফিকুল ইসলাম বলে, ‘আমাদের বিদ্যালয়ে ছোট ছোট সমস্যাগুলো আমরা শিক্ষকদের সাথে কথা বলার জন্য সকলে না গিয়ে নির্বাচিত কাউন্সিলর শিক্ষকদের সাথে পরামর্শ করে সমাধান করার জন্যই ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছি।’ 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শাহ আলম বলে, ‘তৃতীয় শ্রেণী হতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ভোট দিয়ে মোট ৭জন প্রতিনিধি নির্বাচিত করেছে। সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বসূলভ গুনাবলির বিকাশ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, আচরণসহ ভবিষ্যত প্রজন্মের নেতৃত্ব দেওয়ার মানষিকতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ন্যায় নড়াইল জেলার ৪৯৫টি বিদ্যালয়ে একযোগে স্কুল ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।