কবি শেখ ফজলল করিমকে এখন কেউ স্মরণ করেন না



নিয়াজ আহমেদ সিপন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

‘‘কোথায় স্বর্গ, কোথায় নরক...কে বলে তা বহুদূর/মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর...।” এই অমর বাণীর রচয়িতা কবি শেখ ফজলল করিমকে এখন আর কেউ স্মরণ করেন না। গত ২৮ সেপ্টেম্বর এই মহান কবির ৮৩তম মৃত্যুবার্ষিকী ছিল। কিন্তু নিরবে-নিভৃতেই কেটে গেল দিনটি। পরিবার বা প্রশাসনের কেউ তার স্মরণে নূন্যতম দোয়া মাহফিল করেনি। এ আক্ষেপ প্রকাশ করে কলেজের ছাত্ররা স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে।

জানা গেছে, প্রতিবছর কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে কবির মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও রচনা প্রতিযোগিতার আয়োজন হয়। কিন্তু এ বছর কিছু করা হয়নি।

বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, গত শুক্রবার নজরুল উৎসব হওয়ায় কবির মৃত্যুবার্ষিকীতে কোনও আয়োজন করেনি বিদ্যালয়ের কৃর্তপক্ষ।

প্রধান শিক্ষক মাহবুবুল আলম খোকন জানান, পরবর্তীতে কবির মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিল করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘কবির মৃত্যুবার্ষিকী পালনের জন্য সরকারিভাবে কোনও নির্দেশনা ছিল না। ডিসি মহোদয়ও কিছু বলেন নি। তবে একজন প্রথিতযশা কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী সরকারিভাবেই পালন হওয়া দরকার।’

জানা গেছে, ১৯৯৩ সালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে কবির স্মৃতির উদ্দেশে ছোট্ট একটি স্মৃতিফলক তৈরি করা হয়। এটি কবির বাড়ির দিক নির্দেশনা হিসেবে কাজ করে। জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় কবির স্মৃতি বিজড়িত গ্রামের বাড়িটিতে গিয়ে দেখা গেছে, ২০০৫ সালে কবির স্মৃতি রক্ষার্থে কাকিনা বাজারে দ্বিতল ভবনে নির্মিত শেখ ফজলল করিম পাঠাগারটি এখন আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। নেই কোনও নিরাপত্তা প্রহরী, নেই পাঠক, যেসব বই-পুস্তক ছিল সেগুলোও হারিয়ে যেতে বসেছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, কিছুদিন আগে পাঠাগারটি অস্থায়ী ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে সেখানে বই প্রেমীরা যান না। আর রাতে সেখানে মাদকসেবীরা পদচারণা থাকে।

আরও জানা গেছে, পাঠাগারটি দেখভালের জন্য উপজেলা প্রশাসন থেকে স্থানীয় আজিমুদ্দিন নামের এক ব্যক্তিকে এক হাজার টাকা সম্মানীতে নিয়োগ দেয়া হয়। কিন্তু বাস্তবে একটি টাকাও সম্মানি পাননি আজিমুদ্দিন।

কবি শেখ ফজলল করিম স্মৃতি পাঠাগারের সভাপতি ও কাকিনা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, ঢাকায় থাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা সম্ভব হয় নি।

সরেজমিনে কবির বাড়িতে গিয়ে দেখা গেছে, আগের কাঠের বাড়িটি আর নেই। সেখানে পাকা ভবন নির্মাণ করা হয়েছে। রুমের ভেতরে ভাঙা চৌকাঠ পড়ে আছে। সৌখিন কারুকাজ করা কাঠগুলো উঁইপোকায় খেয়ে ফেলায় খসে খসে পড়ছে। চৌকাঠ পেরিয়ে ঘরে যেতেই চোখে পড়ে কাঠের দেয়ালজুড়ে কবির বেশ বড় দুটো ছবি। আরও আছে কবির ব্যবহৃত জীর্ণ একটি চেয়ার, খাট ও একটি গ্রামোফোন। ঘরটির এক কোণে আছে কাঁচের একটি শোকেস। শোকেসের কাঁচগুলো ভাঙা। ভেতরে আছে কবির ব্যবহৃত টুপি, দোয়াত-কলম, ছোট্ট কোরআন শরীফ, ম্যাগনিফাইং গ্লাস ও কিছু বোতাম।

কবি বাড়ির বর্তমান রক্ষক তার নাতি ওয়াহিদুন্নবী জানান, কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল কবির বাড়ি। সেটি ভেঙে পাকা করে একটি রুমে রাখা হয়েছে কবির জিনিসপত্র। দীর্ঘদিন এমনি পড়ে থাকায় কবির ব্যবহৃত জিনিসগুলো নষ্ট হতে শুরু করেছে।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার কাকিনায় অজোপাড়াগায়ে ১৮৮২ সালের ১৪ এপ্রিল সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কবি শেখ ফজলল করিম। ১৩ বছর বয়সে পার্শ্ববর্তী বিনবিনা গ্রামের গনি মোহাম্মদ সর্দারের মেয়ে বসিরন নেছার সাথে তার বিয়ে হয়। বিয়ের পরের বছর ‘এন্ট্রাস’ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন তিনি। পরবর্তীতে কবির বৈচিত্রময় রচনায় ফুটে উঠেছে সমসাময়িক ঘটনা, চিন্তা-চেতনা, ধর্মতত্ত্ব, দর্শন, সমাজ সংস্কার ও নারী শিক্ষাসহ সমাজ পরিবর্তন ও মননশীলতা অঙ্গীকার।

উপমহাদেশের প্রথম কাকিনার মতো অজপাড়াগাঁয়ের নিজ বাড়িতে কবি স্থাপন করেছিলেন ‘শাহবিয়া প্রিন্টিং ওয়ার্কস’ নামের একটি ছাপাখানা। এছাড়া তিনি ৫৫টির অধিক বই লিখেছেন। বইগুলোর মধ্যে ‘লাইলী মজনু’ ‘শিরি ফরহাদ’ ‘বিবি খাদিজা’ ‘মহর্ষি রাবেয়া’ উল্লেখযোগ্য।

উপদেশমূলক রচনা ‘পথ ও পাথেয়’ গ্রন্থের জন্য তিনি পেয়েছিলেন রৌপ্য পদক। বাংলা ১৩২৩ সনে ভারতের নদীয়া সাহিত্য পরিষদ তাকে সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত করেন। ১৯৩৬ সালের ২৮ সেপ্টেম্বর এই প্রথিতযশা কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;