কমলনগরে শ্বশুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুর বাড়ি থেকে মো. আল-আমিন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এরআগে শনিবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামে শ্বশুর বাড়িতে বিষপানে আল-আমিনের মৃত্যুর ঘটনা ঘটে। তবে তার ভাই জসিমের দাবি এটি পরিকল্পিত হত্যা।
জানা গেছে, আল-আমিন উপজেলার চরজগবন্ধু ইউনিয়নের সাহেবের হাট গ্রামের বেলায়েত হোসেন মাঝির ছেলে। নদী ভাঙনে সবকিছু হারিয়ে তারা চরকাদিরা ইউনিয়নে ভাড়া বাড়িতে থাকেন। তবে আল-আমিন শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতেন। তিনি পেশায় জেলে ছিলেন। তার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আল-আমিন শনিবার বিকেলে বিষপান করেন। বাড়ির লোকজন বুঝতে পেরে স্থানীয়দের সহযোগিতায় বিভিন্নভাবে বিষমুক্ত করতে চেষ্টা করে। এতে তাৎক্ষণিক সুস্থ হলেও রাতে বিষক্রিয়া হয়ে তিনি মারা যান। তবে তাকে হাসপাতালে নেওয়া হয়নি।
এদিকে, পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে নিহত আল-আমিনের ভাই জসিম বলেন, ‘আমার ভাইয়ের স্ত্রী নাজমা ফোনে একটি ছেলের সঙ্গে কথা বলে। ফোনে কথা বলতে বাধা দিলে আল-আমিনের ওপর নাজমা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। একপর্যায়ে নাজমা ও তার বাবা আজাদ মাঝিসহ পুরো পরিবার আমার ভাইকে মারধর করে। পরে জোরপূর্বক মুখে বিষ ঢেলে দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়। কয়েকদিন আগেও আমার ভাইকে তারা মারধর করেছিল। আমি হত্যাকারীদের বিচার চাই।’
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা বেলায়েত বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’