দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার নিচে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার নিচে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার নিচে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ফারাক্কার সবগুলো বাঁধ এক সাথে ছেড়ে দেওয়ায় হঠাৎ করেই বৃদ্ধি পায় পদ্মার পানি। গত কয়েক দিন ধরেই পদ্মার দৌলতদিয়া পয়েন্টে পানি ছিল বিপদসীমার উপরে।

সর্বোচ্চ পানির উচ্চতা ছিল ৮ দশমিক ৭৮ সেন্টিমিটার । যা বিপদসীমার দশমিক ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বর্তমান পানি কমতে থাকায় পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বিজ্ঞাপন

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান ইউসুফ উদ্দিন খান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'রোববার (৬ অক্টোবর) সকালের পরিমাপকৃত তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দৌলতদিয়া পয়েন্টে পানি দশমিক ৮ সেন্টিমিটার কমেছে। যা বিপদসীমার দশমিক ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বর্তমান পদ্মায় দৌলতদিয়া পয়েন্টে ৮ দশমিক ৬২ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে। স্বাভাবিক পানি থাকার কথা ৮ দশমিক ৬৫ সেন্টিমিটার।

বিজ্ঞাপন