দুই জেলার ৬৫ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান

বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৬৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি সংস্থা আশার আয়োজনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, বেসরকারি সংস্থা আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হায়দার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, বেসরকারি সংস্থা আশার দিনাজপুরের ডিভিশনাল ম্যানেজার হাফিজুর রহমান আকন্দ সহ সংস্থার কর্মকর্তাবৃন্দ।
এ সময় প্রতি শিক্ষার্থীকে ১০ হাজার করে মোট ছয় লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।