রাজবাড়ীতে ৩৫ জেলের কারাদণ্ড
সরকারি নিষেধ অমান্য করে রাজবাড়ীর পদ্মায় মা ইলিশ মাছ ধরার অপরাধে ৩৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৯০ কেজি মা ইলিশ মাছ ও ২ লক্ষ ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুঃস্থদের মাঝে বিতরণ এবং জাল পুড়িয়ে ফেলা হয়।
সোমবার (২১ অক্টোবর) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় পাংশা, কালুখালী, সদর ও গোয়ালন্দের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেদের মধ্যে ৮ জনকে ১১ দিন, ২১ জনকে ১০ দিন কারাদণ্ড এবং ৬ জনকে ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ও মো. মহিউদ্দিন রাজবাড়ী সদরে এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কালুখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।