উপবৃত্তি পেলো ১০৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থী

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সমাজসেবা অফিস থেকে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির টাকা (চেক) প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানার করিম প্রতিবন্ধী শিক্ষার্থীদের এই উপবৃত্তির টাকা প্রদান করেন।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার ইসতিয়াক আহমেদ বলেন, প্রাথমিক স্তরে ৬৭ জন , মাধ্যমিক স্তরে ২৭ জন , উচ্চ মাধ্যমিক স্তরে ৮ জন ও উচ্চতর স্তরে ১ জন শিক্ষার্থী সহ মোট ১০৩ জনকে শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি দেয়া হয়েছে। এরমধ্যে প্রাথমিক স্তরে প্রতি শিক্ষার্থী মাসে ৭০০ টাকা , মাধ্যমিক স্তরে প্রতি শিক্ষার্থী পমাসে ৭৫০ টাকা, , উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি শিক্ষার্থী মাসে ১২০০ টাকা ও উচ্চতর স্তরে প্রতি শিক্ষার্থী মাসে ১২০০ টাকা পাবেন।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ইকবাল হোসেন খান, ফিল্ড সুপারভাইজার খান মনিরুস সালেহীন, ইউনিয়ন সমাজকর্মী দেবাশীষ পত্রনবীশ প্রমুখ।

বিজ্ঞাপন