শায়েস্তাগঞ্জে পৌর সচিবকে পেটালেন কাউন্সিলররা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

শায়েস্তাগঞ্জ পৌরসভা কার্যালয়

শায়েস্তাগঞ্জ পৌরসভা কার্যালয়

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সচিবকে পিটিয়ে আহত করেছেন কয়েকজন কাউন্সিলর। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেছেন।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে পৌরসভা কার্যালয়ের ভেতরে সচিব মাহবুবুর আলম পাটোয়ারিকে লাঞ্ছিত করেন কাউন্সিলররা।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসাধীন সচিব মাহবুবুর আলম পাটোয়ারি অভিযোগ করে জানান, বিভিন্ন বিষয় নিয়ে কাউন্সিলর আব্দুল জলিলসহ কয়েকজন কাউন্সিলরের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে কাউন্সিলর আব্দুল জলিল ও খায়রুলসহ কয়েকজন তাকে মারপিট করেন।

পরে আহত অবস্থায় পৌরসভার অন্যান্য স্টাফরা মাহবুবুর আলম পাটোয়ারিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল বলেন, পৌরসভার সচিব বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে আমরা কাউন্সিলররা মেয়রের কাছে লিখিত অভিযোগও দিয়েছি। রোববার কয়েকজন নাগরিক জন্মনিবন্ধন নিতে এলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে ক্ষিপ্ত হয়ে লোকজন তার ওপর হামলা চালায়। পরে আমরা এগিয়ে এসে তাকে উদ্ধার করি।

আব্দুল জলিল আরও বলেন, অভিযোগ দেয়ার বিষয় নিয়ে তিনি (সচিব) আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে আছেন। তাই আমাদের বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ তুলেছেন।

এ ব্যাপারে জানতে পৌর মেয়র ছালিক মিয়ার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।