চোর ধরতে গিয়ে পিকআপ চাপায় নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত ইব্রাহিম সবুজের মরদেহ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নিহত ইব্রাহিম সবুজের মরদেহ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নোয়াখালীর কবিরহাটে গরু চোরদের ধরতে গিয়ে পিকআপ চাপায় ইব্রাহিম সবুজ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নিহত ইব্রাহিম সবুজ সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবী সিংহপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

জানা গেছে, ভোররাতে একদল গরু চোর পিকআপ নিয়ে নবাবপুর গ্রামের আব্দুল হক সওদাগরের বাড়িতে চুরি করতে যায়। ওই সময় বিষয়টি টের পান আব্দুল হক সওদাগরের মেয়ের জামাই ইব্রাহিম সবুজ। পরে তিনি ওই চোরদের ধরার চেষ্টা করেন। এক পর্যায়ে চলন্ত পিকআপের সামনে উঠে যান তিনি। এভাবে প্রায় দেড় কিলোমিটার যাওয়ার পরে পিকআপ থেকে পড়ে যান ইব্রাহিম সবুজ। এরপর পিকআপ চাপায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।