নৈশ প্রহরীকে অচেতন করে লাখ টাকা ছিনতাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে ভর্তি রয়েছেন দেলোয়ার হোসেন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হাসপাতালে ভর্তি রয়েছেন দেলোয়ার হোসেন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী মোহাম্মদীয়া দাখিল মাদরাসার নৈশ প্রহরী দেলোয়ার হোসেনকে (৪২) অচেতন করে এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

চর এলাহী মোহাম্মদীয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট জানান, আজ সকালের দিকে মাদরাসার ৫ জন শিক্ষক ও ২ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর বেতনের চেক নিয়ে জনতা ব্যাংক বসুরহাট শাখায় যান দেলোয়ার হোসেন। পরে দুপুর ১টার দিকে ১ লাখ টাকা উত্তোলন করে মাদরাসায় ফিরছিলেন। পথে বসুরহাট বাজারের হাসপাতাল গেইট এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। ওই সময় তার কাছে থাকা ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা অচেতন অবস্থায় নৈশ প্রহরীকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) অচেতন অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন