ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ইউসুফের দাফন সম্পন্ন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

আনোয়ারপুর জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আনোয়ারপুর জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহত মো. ইউসুফের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ শহরে তার মরদেহ পৌঁছায়।

বিজ্ঞাপন

পরে এশার নামাজ শেষে হাজারো মুসল্লির উপস্থিতিতে স্থানীয় আনোয়ারপুর জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ৷ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার মন্দভাগ স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা-নিশীথা ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন নিহত হন এবং আহত হয়েছেন শতাধিক যাত্রী।

বিজ্ঞাপন