ওজনে কম দেওয়ায় ৩ ফিলিং স্টেশনকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

৩ ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

৩ ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওজনে তেল কম দেওয়ার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন।

বিজ্ঞাপন

অভিযান শেষে তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের গোলচত্বর এলাকার চিশতি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এক লিটার পেট্রোলে ৭৫০ মিলি লিটার পাওয়া গেছে। এ সময় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার বাহাদুরপুর এলাকার সায়েরা ফিলিং স্টেশনে অভিযান চালালে সেখানে এক লিটার পেট্রোলে ৬৫০ মিলি লিটার পাওয়া যায়। তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফিরোজা পারভীন আরও জানান, অন্যদিকে উপজেলার বগইর এলাকার মোজাহিদ ফিলিং স্টেশনে অভিযান চালানো হলে সেখানে এক লিটার পেট্রোলে ৮৫০ মিলি লিটার পাওয়া যায়। তাদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অপরাধীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।