হবিগঞ্জে এক বছরে প্রাথমিকে পরীক্ষার্থী কমেছে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা রোববার (১৭ নভেম্বর) শুরু হচ্ছে। এ বছর হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা থেকে পরীক্ষায় অংশ নেবে ৩৯ হাজার ৯৯১ জন শিক্ষার্থী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৯ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শিক্ষার পরীক্ষার্থী ৩৭ হাজার ৯০ জন ও ইবতেদায়ি পরীক্ষার্থী ২ হাজার ৯০১ জন। জেলার ১৪২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এদিকে, গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ৭ হাজার ৩৫৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৪ হাজার ৫শ জন। আর উত্তীর্ণ হয় ৪২ হাজার ৬১৬ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী কমে গেছে। এর কারণ হলো এনজিও পরিচালিত বিভিন্ন বিদ্যালয় ও আনন্দ স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়া।

বিজ্ঞাপন