পেঁয়াজের বাজার পরিদর্শনে ওসি, কেজিতে দাম কমলো ৮০ টাকা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

পেঁয়াজের বাজার পরিদর্শনে ওসি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পেঁয়াজের বাজার পরিদর্শনে ওসি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের নেতৃত্বে পেঁয়াজের বাজার পরিদর্শনের পর প্রতি কেজি পেঁয়াজের দাম ৮০ টাকা কমে এসেছে। এর আগে পেঁয়াজের কেজি ছিল ২৬০ টাকা।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের কাঁচাবাজার পরিদর্শন করে পুলিশের একটি টিম।

বিজ্ঞাপন

জানা গেছে, গত কয়েকদিন ধরেই গৌরীপুর পৌর শহরের কাঁচাবাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছিল। পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় ওসি কামরুল ইসলাম মিয়ায় নেতৃত্বে পুলিশের একটি টিম নিত্য পণ্যের বাজার পরিদর্শন করেন। পরে ওসি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পরপরই ব্যবসায়ীরা পেঁয়াজের মূল্য কমানোর প্রতিশ্রুতি দেন। এরপর প্রতি কেজি পেঁয়াজের কেজি ১৮০ টাকায় নেমে আসে।

এ সময় উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, গৌরীপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোখলেছুর রহমান বাবুল, ব্যবসায়ী ঐক্য সমিতির সাবেক সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আলী আকবর আনীছ।

কামরুল ইসলাম মিঞার ব্যবসায়ীদের সর্তক করে বলেন, 'আমরা পেঁয়াজের বাজার পরিদর্শন করছি। পেঁয়াজের বাজার যেন সহনীয় পর্যায়ে থাকে সেজন্য উপজেলার অন্যান্য বাজারগুলোও আমরা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।'

বিজ্ঞাপন