মাটি খুঁড়তে গিয়ে পয়সার বস্তা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর সকাল বাজারে মুদি দোকানের মাটি খুঁড়তে গিয়ে পাঁচ বস্তা পয়সা পাওয়া গেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।

বিজ্ঞাপন

সকাল বাজারের দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, দোকানির বাড়ি উপজেলার হরিনাথপুর সাহা পাড়ায়। মঙ্গলবার দোকানে খরিদদারের বসার মাচা ভেঙে গেলে নতুন করে মাচা তৈরির জন্য মাটি খুঁড়তে গেলেই পাওয়া যায় পয়সার খনি। একে একে বের হয় ১, ২ ও ৫ টাকার পাঁচ বস্তা পয়সা। পরে ওই মুদি দোকানি ভ্যানে করে পয়সাগুলো নিজ বাড়িতে নিয়ে যায়।

দোকানি মৃদুল বলেন, দীর্ঘ দিন দোকানদারি করতে গিয়ে নিচে পয়সা পড়ে পড়ে এতোগুলো জমে গেছে।

বিজ্ঞাপন

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান জানান, পাঁচ বস্তা পয়সা উদ্ধারের কথা শুনেছি। এখনও লিখিত কোন অভিযোগ পায়নি। তবে ঘটনা তদন্ত করার কথা জানালেন এই কর্মকর্তা।