নোয়াখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসী, ছবি: বার্তা২৪.কম

বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসী, ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রতন মিয়া নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় পুলিশের তিন সদস্যও আহত হয়। শনিবার (২১ ডিসেম্বর) রাতে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি অস্ত্র, চার রাউন্ড কার্তুজের গুলি, দুটি কার্তুজের খোসা ও ৩১ পিস ইয়াবা উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহত রতন মিয়া সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের মাহতাবপুর গ্রামের রহমত উল্যার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও দস্যুতাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান, ১৩ মামলার আসামি রতন মিয়াকে শনিবার বিকেলে পুলিশ গ্রেফতার করে। রাতে অস্ত্র ও মাদক উদ্ধারে তাকে নিয়ে পার্শ্ববর্তী আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের ভুঁইয়া বাড়ির পাশে খালপাড় এলাকায় গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে রতন মিয়া গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়। বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের তিন সদস্য এস আই নাজমুল, এসআই উজ্জ্বল ও কনস্টেবল জসিম আহত হয়।

বিজ্ঞাপন