কুয়াশা থেকে কৃষকদের ফসল বাঁচানোর চেষ্টা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

রাসায়নিক ছিটানো  হচ্ছে জমিতে/ ছবি: বার্তা২৪.কম

রাসায়নিক ছিটানো হচ্ছে জমিতে/ ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধায় কয়েক দিন ধরে ঘন কুয়াশায় শীতের প্রকোপ বেড়েছে। এর প্রভাব পড়েছে ফসলের ক্ষেতে। ফসলে দেখা দিচ্ছে বিভিন্ন রোগ-বালাই। এ থেকে পরিত্রাণ পেতে কৃষকরা ফসলি জমিতে ওষুধ প্রয়োগসহ নানা ধরনের চেষ্টা চালাচ্ছেন।

ঘন কুয়াশার ফলে কৃষকদের বোরো বীজতলা ও শাক-সবজির ক্ষেত হলদে হয়ে যাচ্ছে। পচন রোগ ও পোকার আক্রমণ দেখা দিচ্ছে। এ নিয়ে চরম হতাশায় পড়েছেন কৃষকরা।

বিজ্ঞাপন

কৃষক আসলাম মন্ডল জানান, এবারে অতিরিক্ত কুয়াশার কারণে বোরো বীজতলাসহ সবজি ক্ষেতগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব ক্ষেত রক্ষা করতে ফসল ক্ষেতে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। বিভিন্ন কোম্পানির ওষুধ দিয়েও তেমন কোনো কাজ হচ্ছে না বলেও জানান তিনি।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান বার্তা২৪.কম-কে জানান, কুয়াশার কারণে কৃষকের ক্ষেতে কিছুটা সমস্যা হতে পারে। এমন আশঙ্কায় তাদেরকে সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন