বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের বাবার কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের বাবাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন এ সাজা দেন।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন বলেন, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একটি মেয়েকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে-স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে এমন খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছাই। মেয়ের বয়স প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এসময় কনের বাবা মো. রেজাউল হককে (৪১) আটক করা হয়। পরে তাকে বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৮ ও ৯ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন