৯৯৯-এ ফোন, নাঙ্গলকোট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে কুমিল্লার নাঙ্গলকোট থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের লুধুয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম।

তিনি জানান, রোববার সকালে লুধুয়া গ্রামের পশ্চিম পাশ সংলগ্ন হাবিবুর রহমানের নিচু জমিতে পানিতে অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে হাফেজ ওসমান নামে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন দিয়ে সংবাদটি জানায়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করাসহ মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন