ছাগলসহ বিভিন্ন উপকরণ পেলেন আদিবাসীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

শার্শা উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: বার্তা২৪.কম

শার্শা উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: বার্তা২৪.কম

যশোরের শার্শা উপজেলাধীন আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ওই সম্প্রদায়ের দরিদ্র পরিবারের মাঝে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে এসব বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, শার্শা থানার পরিদর্শক তদন্ত ফরিদ আহমেদ ও উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি তপন কুমার।

বিজ্ঞাপন