কোম্পানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২৩ মামলার আসামি নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. শাহাদাত হোসেন স্বপন (৩৯) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী গ্রামে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১৩ রাউন্ড কার্তুজ, দু’টি ছুরি ও দু’টি রামদা উদ্ধার করে পুলিশ।
নিহত স্বপন উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজার এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ভোরে একদল ডাকাত ছোটধলী গ্রামে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালাতে পারলেও ডাকাত সর্দার স্বপন গুলিবিদ্ধ অবস্থায় আটক হন। এ অবস্থায় স্বপনকে নোয়াখালী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্বপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।