নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নোয়াখালী জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

নোয়াখালী জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে গণ-মানুষের ভোটাধিকার হরণ ও গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী নোয়াখালী প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপির সভাপতি এজেডএম গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি খোরশেদ আলম, কৃষক দলের সভাপতি রবিউল হাসান পলাশ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান।

বিজ্ঞাপন

নেতৃবৃন্দ বলেন, বিগত জাতীয় নির্বাচনের নামে বর্তমান অবৈধ সরকার রাতের আঁধারে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। প্রশাসনকে পুঁজি করে আওয়ামী লীগ জোর করে ব্যালট পেপারে সিল মেরে ক্ষমতায় এসেছে। তাই এ সরকার ভোটাধিকার হরণকারী ও গণতন্ত্র হত্যাকারী। এ সময় নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দেন।