সাভারে ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু
সাভারে ট্যানারি শিল্পনগরী এলাকার একটি কারখানার ট্যাংকি পরিষ্কার করার সময় দেলোয়ার (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক শ্রমিক অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকার ট্যানারি শিল্পনগরীর এসবি শাহী ট্যানারিতে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার নোয়াখালী জেলা সদরের বাসিন্দা বলে জানা গেছে। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বিকেলে ওই কারখানার চামড়ার জমে থাকা ময়লা পানির একটি ট্যাংকি পরিষ্কার করছিলেন দুই শ্রমিক। এ সময় ওই ট্যাংকির বিষক্রিয়ায় দুই শ্রমিক অসুস্থ হলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিলে এদের মধ্যে দেলোয়ারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. এমারত হোসেন বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে নিহত ও অসুস্থ শ্রমিকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে