টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে তীব্র যানজট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (আশুলিয়া)
  • |
  • Font increase
  • Font Decrease

টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে তীব্র যানজট

টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে তীব্র যানজট

সাভারে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীসহ চালকরা।

বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার পর থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নিশ্চিন্তপুর এলাকা থেকে ধউর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বিজ্ঞাপন

আশুলিয়া ক্লাসিক পরিবহনের যাত্রী আশরাফুল হতাশা প্রকাশ করে বলেন, এই সড়কে কারখানা ছুটির সময় যানজটের সৃষ্টি হয়। তাই রাত দশটার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কিন্তু আরও চরম ভোগান্তিতে পড়ে গেলাম। এতো রাতে এরকম যানজট আমাদের চরম ভোগান্তিতে ফেলেছে।

বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাক চালক হানিফ বলেন, এখানে হঠাৎ যানজটের সৃষ্টি হলো বুঝতে পারলাম না। গাড়ির চাকা ঘুরছে না তাই লাইট অফ করে বসে আছি। কখন যে ঢাকা যেতে পারবো আল্লাহই ভালো জানে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে আশুলিয়া ট্রাফিক পুলিশের টিআই মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।