আশুলিয়ায় দুই বেকারি মালিককে ৬ লাখ টাকা অর্থদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (আশুলিয়া)
  • |
  • Font increase
  • Font Decrease

র‍্যাবের ভ্রামমাণ আদালত এ অভিযান পরিচালনা করে/ছবি: বার্তা২৪.কম

র‍্যাবের ভ্রামমাণ আদালত এ অভিযান পরিচালনা করে/ছবি: বার্তা২৪.কম

নিম্নমানের ভোজ্য পণ্য তৈরির অভিযোগে সাভারের আশুলিয়ায় দুই বেকারিতে অভিযান চালিয়ে ৬ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে র‍্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল তিনটা পর্যন্ত র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে আশুলিয়ার ইউনিক এলাকার মালিক ভরসা বেকারি ও উত্তর গাজিরচট এলাকার আল-আমিন বেকারি নামে দুটি খাদ্যদ্রব্য তৈরির প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে আশুলিয়ার ইউনিক ও উত্তর গাজিরচট এলাকার দুটি বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে নুরুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে উত্তর গাজিরচট এলকায় মালিক বিল্লাল হোসেনকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় দুই বেকারি থেকে প্রায় দুই লাখ টাকার খাবার অনুপোযোগী খাদ্যদ্রব্য জব্দ করা হয়।

র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে বাজারজাত করছে। এসব খাদ্যদ্রব্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির জন্য আল-আমিন বেকারিকে ১ মাসের সময় বেধে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, সিপিসি-২, র‍্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফাসহ র‍্যাব সদস্যরা।