'পুলিশ আরো বেশি শক্তিশালী হচ্ছে'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারি, ছবি: বার্তা২৪.কম

পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারি, ছবি: বার্তা২৪.কম

পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারি বলেছেন, পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিকায়ন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকার লাজপল্লীতে বিজয় উৎসবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মহা-পরিদর্শক বলেন, বাংলাদেশ পুলিশকে আরো আধুনিকায়ন ও শক্তিশালী করার লক্ষ্যে এই বাহিনীর লোকবল বৃদ্ধি করা হচ্ছে। সেই সাথে তাদের সক্ষমতা ও মানুষিকতা পরিবর্তনে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছে। এই বাহিনী জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ দিন-রাত কাজ করে চলেছেন।

বিজ্ঞাপন

জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশের কল্যাণে দেশের মানুষ শান্তিতে বসবাস করছেন। তারা অত্যন্ত দক্ষতার সাথে জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আসছে।

যশোর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে বিজয় উৎসবে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল হকসহ যশোর জেলা কল্যাণ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা।