৬ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণসহ আটক ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

স্বর্ণসহ আটককৃতরা, ছবি: বার্তা২৪.কম

স্বর্ণসহ আটককৃতরা, ছবি: বার্তা২৪.কম

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ৯৩৫ গ্রাম স্বর্ণসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা।

আটককৃতরা হলেন- যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম (৩৮), আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (২৮) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার নলচক গ্রামের মনির হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।

বিজ্ঞাপন

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, স্বর্ণ পাচার, হুন্ডি ও মাদক চোরাচালান বন্ধে বিজিবির বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালায় বিজিবি। ওই সময় একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। তখন ওই প্রাইভেটকারের ভেতর থেকে ৯৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম। যার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা। এছাড়া তিনজনকে আটক করা হয়।

আটক তিন ব্যক্তি বিজিবির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, এই স্বর্ণের বারগুলো ঢাকার শ্যামলী থেকে তারা সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশে বেনাপোল নিয়ে যাচ্ছিলেন। স্বর্ণের বারসহ আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন