দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও দেশের প্রতিটি মানুষের নিরাপদ খাদ্য পাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপে যোগ দিয়ে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, দেশের বাহির থেকে এখন মাছ কিংবা মাংস আমদানি করা হচ্ছে না। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তাই আমদানি বন্ধ আছে। যা আমদানি হচ্ছে তা সরকারের আওতার বাহিরে।

তিনি আরো বলেন, এক সময় বাংলাদেশে সব কিছুর উৎপাদন কম ছিলো। এখন উৎপাদন বাড়ায় ভোগ্যপণ্য সমূহের দাম কমে আসছে। চাহিদার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন করায় দ্রব্যমূল্য কমে এসেছে।

বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন কৃষি প্রাণিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য সচিব জাকির হোসেন আকন্দ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আব্দুল জব্বার শিকদার, বাংলাদেশ প্রাণিসম্পদ প্রতিষ্ঠান বিএলআরআইয়ের পরিচালক ড. নাথু রাম সরকারসহ আরো অনেকেই।

দুই দিনব্যাপী এ বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপে সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের চার শতাধিক বিজ্ঞানী অংশগ্রহণ করেছেন।