বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

বেনাপোল সীমান্তে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ

বেনাপোল সীমান্তে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ১২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছেন পুলিশ সদস্যরা। এ সময় জাকির হোসেন সান্টু (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে পোর্টথানা পুলিশ তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটক মাদক ব্যবসায়ী যশোরের ঝিকরগাছার বেলে বটতলা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে এক পাচারকারীকে ধাওয়া করে বেনাপোল বারোপোতা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অপরদিকে বেনাপোল লোকাল বাসস্ট্যান্ডের সামনে থেকে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ জাকির হোসেনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বার্তা২৪.কমকে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।