সাবেক ইউপি সদস্যকে চোর বলায় যুবককে হত্যা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ছবি: বার্তা২৪.কম

যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ছবি: বার্তা২৪.কম

বগুড়ার শাজাহানপুরে সাবেক ইউপি সদস্যকে চোর বলায় আব্দুস সালাম (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শাজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আব্দুস সালাম ওই উপজেলার আমরুল ইউনিয়নের পরানবাড়িয়া মালোপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে।

এ ঘটনার পর থেকে সাবেক ইউপি সদস্য শাজাহান আলীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ডেমাজানী বাজার থেকে বৃকুষ্টিয়া যাচ্ছিলেন আব্দুস সালাম ও তার বন্ধু নয়ন। পথে সাবেক ইউপি সদস্য শাজাহান আলীকে চোর উল্লেখ করে নয়নকে তার সঙ্গে মিশতে নিষেধ করেন আব্দুস সালাম। বৃকুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই বন্ধু পৌঁছালে শাজাহান আলীর সঙ্গে তাদের দেখা হয়। এ সময় নয়ন বিষয়টি শাজাহান আলীকে বলে দেন। এতে ক্ষুব্ধ হয়ে শাজাহান আলী তার কাছে থাকা ছুরি বের করে আব্দুস সালামকে আঘাত করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় আব্দুস সালাম মারা যান।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুস সালামকে হত্যা করা হয়। এ ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম শাজাহান আলীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।