বগুড়ায় গণপিটুনিতে আহত গরু চোরের মৃত্যু
বগুড়ার ধুনটে গণপিটুনিতে আহত তিন গরু চোরের মধ্যে বানিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বানিয়া ধুনট উপজেলার চৌকিবাড়ি গ্রামের হরিপদের ছেলে। আহত আরও দুই গরুচোর শফি (৪৫) ও সালাম (৪২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে ধুনট উপজেলার গোপাল নগর ইউনিয়নের খাদুলী গ্রামের জামরুল ইসলামের গোয়াল ঘর থেকে একটি গরু ও একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছিলেন উল্লেখিত তিনজন। পথে গ্রামবাসীর হাতে তারা ধরা পড়েন। এরপর গণপিটুনি দিয়ে ভোরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাদেরকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বানিয়া শুক্রবার মারা যান।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘গরু চুরির ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। মামলার তিনজন আসামির মধ্যে বানিয়া মারা গেছে।’