মোটরসাইকেল না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

  • স্টাফ করেসটন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

নাজমুল হোসেন

নাজমুল হোসেন

বাবার কাছে কাছে একটি মোটরসাইকেলের বায়না ধরেছিল নাজমুল হোসেন (১৪)। গরিব বাবা তা দিতে রাজি হননি। এতেই অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নাজমুল।

সোমবার (২ মার্চ) দুপুরে বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নাজমুল হোসেন স্থানীয় ইসলাম হোসেনের ছেলে। সে নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
ফুটপাতের ব্যবসায়ী

স্থানীয় লোকজন জানান, নাজমুল হোসেনের বাবা ইসলাম হোসেন ফুটপাতের ব্যবসায়ী। বেশ কয়েকদিন ধরে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবার কাছে আবদার করে আসছিলো নাজমুল। কিন্তু তিনি তাতে রাজি হননি। এতে নাজমুল অভিমান করে। পরে সোমবার দুপুরে স্কুল থেকে ফিরে বাসায় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

বিজ্ঞাপন

নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান বার্তা২৪.কমকে বলেন, মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।