ধুনটে আ.লীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ার ধুনটে পাল্টা পাল্টি মামলার জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। মামলার প্রতিবাদে দুই গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পড়ায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার(৫ মার্চ) বিকেল তিনটার পর থেকে দুই গ্রুপের নেতা কর্মীরা মুখোমুখি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধুনট পৌর শহরের বিভিন্ন পয়েন্টে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআই এম নুরুন্নবী তারেকের মধ্যে গ্রুপিং চলে আসছে দীর্ঘদিন ধরে। গত ২ মার্চ সন্ধ্যার পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্যের ছেলে আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিনসহ ১৩ জনের নামে থানায় মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। অন্যদিকে সংসদ সদস্য গ্রুপের ছাত্রলীগ নেতা সেলিম হোসেন বাদী হয়ে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক শরিফুল ইসলামসহ ৭ জনের নামে। মামলার পর থেকেই দুই গ্রুপের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দুই পক্ষের নেতারাই মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ধুনট পৌর শহরে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। বেলা তিনটার পর থেকে সংসদ সদস্য গ্রুপের নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এবং সভাপতি গ্রুপের নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়। সহিংসতা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে যোগ দেন। অন্যদিকে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সংসদ সদস্য গ্রুপের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ধুনট থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেন সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।