বগুড়ায় ৫৫ জুয়ারির কারাদণ্ড
বগুড়া শহরতলীর ভবেরবাজার আন্তঃজেলা ট্রাক টার্মিনালে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫৫ জুয়ারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিন করে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা সবাই ট্রাক শ্রমিক বলে জানা গেছে।
বুধবার (১১ মার্চ) রাতে ট্রাক টার্মিনালের ভেতরে ট্রাক শ্রমিকদের বিশ্রামাগারে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সূত্র জানা গেছে, র্যাব-১২ এর বগুড়া কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রওশন আলীর নেতৃত্বে বগুড়ার চারমাথা বাস টার্মিনালের অদূরে ভবেরবাজারে আন্তঃজেলা ট্রাক টার্মিনালের ভেতরে জুয়ার আসরে অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলারত ৫৫ জন ট্রাক শ্রমিককে আটক করা হয়। জব্দ করা হয় ২ লাখ ৫৬ হাজার ২২০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা আটক ৫৫ জনকে জুয়া খেলার দায়ে ১৫ দিন করে কারাদণ্ডের আদেশ দেন।