বগুড়ায় ভেজাল হলুদ মিল সিল গালা, দুই জনের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,বগুড়া।
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ায় ভেজাল হলুদ মিল সিল গালা, দুই জনের কারাদণ্ড

বগুড়ায় ভেজাল হলুদ মিল সিল গালা, দুই জনের কারাদণ্ড

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সবাই যখন আতঙ্কিত সেই সুযোগ কাজে লাগাচ্ছে কতিপয় অসাধু ব্যবসায়ী। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি হলুদের মিলে ভেজাল হলুদের গুড়া তৈরি করা হচ্ছিল। এই সংবাদ পেয়ে (১ এপ্রিল) বুধবার  সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

জানা গেছে, উপজেলার উথুলী শহরতলী বাজার এলাকায় একটি মিলে  ইটের গুড়া, পশুখাদ্য এবং নিম্নমানের হলুদ দিয়ে ভেজাল হলুদের গুড়া তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। আদালতের সাথে থাকা পুলিশ সেখান থেকে  পুটু মিয়া (৩৮) ও মামুনুর রশিদকে (২০)আটক করে । পরে ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

অভিযুক্ত ০২ জন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন  এবং ভেজাল হলুদ তৈরির  মিলটি সিলগালা দিয়ে বন্ধ করে দেয়া হয়।

 

বিজ্ঞাপন