নতুন শিশুতোষ ছড়ার বই- এই তো আমার ছড়া

ব্রত রায়ের নতুন শিশুতোষ ছড়ার বই- এই তো আমার ছড়া
বন্ধুরা, ছড়া পড়তে ভালোবাসো? এমন একটি বই হাতে পেতে ইচ্ছে করছে যা খুললেই পেয়ে যাবে নিজের মতো একটা জগত যেখানে হেসে খেলে বেড়াতে, নিজের মতো ভাবতে, গা দুলিয়ে হাসতে কোনো বাধা থাকবে না।
তাহলে তোমার জন্যই আছে একটা দারুণ খবর! ছড়াকার ব্রত রায়কে চেনো কি? ওই যে, তোমাদের জন্য সুন্দর সুন্দর ছড়া লেখে যে! নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশ পেয়েছে ছড়াকার ব্রত রায়ের লেখা শিশুতোষ নতুন ছড়ার বই ‘এই তো আমার ছড়া’।

পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুদের উপযোগী করে লেখা ছড়াগুলোর জন্য রঙিন পেপার কোলাজ ইলাস্ট্রেশন ও বইয়ের প্রচ্ছদ করেছেন সানজিদা সামরিন। ৪০ পৃষ্ঠার বইটিতে রয়েছে মোট ৩৪টি দুষ্টু-মিষ্টি আদুরে ছড়া। কি ক্ষুদে পড়ুয়ারা, নতুন ছড়ার বইয়ের মিষ্টি ঘ্রাণ পেতে খুব ইচ্ছে করছে? চিন্তার কোনো কারণ নেই, ব্রত রায়ের এই তো আমার ছড়া বইটি পাওয়া যাচ্ছে কাবুলিওয়ালাতে।
তাছাড়া বন্ধুদের উপহার দিতে বা নিজের সংগ্রহে রাখতে অর্ডার করতে পারো ০১৭৫৮২৬৪৬৭৪ নম্বরে। বইটির দাম ৩০০টাকা মাত্র।