কাব্যগ্রন্থ ’মন হারাবে যখন' এর মোড়ক উম্মোচন

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২২ এ প্রকাশিত হলো বর্তমান সময়ের কবি ও গীতিকার তানবীর সাজিব এর প্রথম কাব্যগ্রন্থ - "মন হারাবে যখন"। স্বপ্নময় জীবন; সেই জীবনের পদ্যময় গদ্যে তিনি খুঁজে ফিরেছেন ভালোবাসা, আর সম্পর্কের বিবিধ দৃশ্যপট। ৫২টি কবিতার এই বইটি প্রকাশ করেছে "আজব প্রকাশ"। বইমেলার ১২৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারিতে ও বইটি পাওয়া যাচ্ছে।

বইটির লেখক সাজিব দেশের ফার্মাসিউটিক্যালস সেক্টরে একজন সফল বিজনেস প্রফেশনাল হিসেবে কাজ করছেন দুই দশকেরও বেশি সময় ধরে। ২০১০ সালে যাত্রা শুরু করেন গীতিকবি হিসেবে। কাজ করেছেন বাপ্পা মজুমদার, অর্ণব, এলিটা, পার্থ বড়ুয়া, জয় শাহরিয়ারের মতো দেশবরেণ্য শিল্পীদের সাথে।

বিজ্ঞাপন

একই সাথে "মন হারাবে যখন" - শীর্ষক ফাগুনের গান প্রকাশিত হল 'আজব রেকর্ডস' থেকে। "মন হারাবে যখন" কাব্যগ্রন্থের টাইটেল কবিতার উপর গানটি নির্মিত।

প্রখ্যাত সংগীতশিল্পী জয় শাহরিয়ার গানটি গেয়েছেন তারই সুরে। ফেসবুক, ইউটিউবে লিরিক্যাল মিউজিক ভিডিওটি পাওয়া যাচ্ছে।

কাব্যগ্রন্থের পাঠক রাহিদুল ইসলাম  বলেন, কিছু কিছু কবিতা আছে যেগুলো অনুভূতি আঁকে মনের গহীনে। পালকের শুশ্রুষা দিয়ে একটার পর একটা দৃশ্য মনের চোখে তুলে আনতে থাকে। খুব ভাল লেগেছে কারন মনই  মাপতে পারে দৃষ্টির গভীরতা, দেহের সমাপ্তি আর আমি কার?  ভালোবাসা নামক অদৃশ্য বস্তুটি কিভাবে পৌঁছে যায় মনের গভীরতায়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবির নিকটজনরা উপস্থিত ছিলেন।