চিকিৎসক ফাইহানের 'শিল্পীর বুকে আঁধার'

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চিকিৎসক ফাইহানের 'শিল্পীর বুকে আঁধার'

চিকিৎসক ফাইহানের 'শিল্পীর বুকে আঁধার'

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি ডা.মো.কাজিরুল ইসলাম ফাইহানের কবিতার বই ‘শিল্পীর বুকে আঁধার’। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

ফাইহান দীর্ঘদিন থেকে সাহিত্যের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। পেশাগত জীবনে তিনি একজন চিকিৎসক হলেও সাহিত্যচর্চা করে যাচ্ছেন অবিরাম। নিজেকে তিনি এবার প্রথমবারের মত অবমুক্ত করেছেন কবিতার পঙতিতে।

'শিল্পীর বুকে আঁধার 'ফাইহানের প্রথম কাব্যগ্রন্থ। কবিতা ছড়িয়ে পড়বে দিকে দিকে। মানুষ হৃদয় হবে কবিতার মত অনুপম সুন্দর। এমনটিই বিশ্বাস ফাইহানের।

বিজ্ঞাপন

কাব্যগ্রন্থটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইমেলা থেকে বইটি ২৫% ছাড়ে পাঠক সংগ্রহ করতে পারবেন। এছাড়া রকমারি থেকে সারাদেশে অনলাইনের মাধ্যমে বইটি সংগ্রহ করা যাবে।