শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে মশাল মিছিল

শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে মশাল মিছিল
ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত রয়েছে।
সোমবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ক্যাম্পাসে এক ঘণ্টা মশাল মিছিল অনুষ্ঠিত হয়। তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ।
এতে শিক্ষার্থীরা বলেন, এই মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সিলেট আসার আহবান মিছিল। এ সময় শিক্ষার্থীরা- 'সব সাস্টিয়ান সিলেট আয়, বোমা ফরিদ ভয় পায়', 'এক দুই তিন চার, ভিসির ঘর অন্ধকার', 'এক দুই তিন চার, এই মুহূর্তে গদি ছাড়' ইত্যাদি নতুন স্লোগান দিতে থাকে।
এদিকে সোমবার বিকেল সাড়ে ৫টায় প্রক্টর ড. আলমগীর কবিরসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ভিসির বাস ভবনে প্রবেশের চেষ্টা করেন কিন্তু শিক্ষার্থীরা তাদের প্রবেশ করতে দেয়নি। এ সময় প্রক্টর বলেন, ভিসি স্যার হার্টের রোগী। উনার জন্য আমরা কিছু ঔষধ নিয়ে আসছিলাম। এছাড়া শিক্ষকদের ডর্মে একজন অসুস্থ শিক্ষককে দেখতে চাচ্ছিলাম। আমরা অনশনরত শিক্ষার্থীদের জন্যও খাবার নিয়ে আসছিলাম কিন্তু ভেতরে যেতে পারিনি।
এদিকে অনশনরত ২৮ জন শিক্ষার্থীর মধ্যে অসুস্থ ১৭ জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও ১১ জন ক্যাম্পাসে রয়েছে এবং তারা সবাই এখনো অনশন করছে।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় ভিসির বাস ভবনের বিদ্যুৎ ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দেয় শিক্ষার্থীরা।