ঢাবিতে অফিস কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় বহিষ্কৃত শিক্ষার্থী

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগে ইমরান হোসেন সাব্বির নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অংকন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থী সাব্বিরকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কারুশিল্প বিভাগের অফিস সহায়ক মো. আলাউদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ইমরান হোসেন সাব্বির। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তারা এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে। ঘটনার সত্যতা পেয়ে তারা অভিযুক্তের ছাত্রত্ব এক বছরের জন্য স্থগিত করার সুপারিশ করে। তাদের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নেয় একাডেমিক কমিটি। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৃহীত সিদ্ধান্তের অনুমোদন দেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ছাত্রত্ব স্থগিত থাকা অবস্থায় সাব্বির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং হলে অবস্থান করতে পারবেন না।

২১ ডিসেম্বর থেকে পরবর্তী এক বছর তার বিরুদ্ধে এ শাস্তি কার্যকর থাকবে।

বিজ্ঞাপন